হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশন জাহাঙ্গীরের হাতে জিম্মি ছিল: ভারপ্রাপ্ত মেয়র

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেছেন, বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর গাজীপুর নগরবাসীকে মানুষ হিসেবে গণ্য করেননি। জাহাঙ্গীর ও তাঁর সহযোগীদের হাতে জিম্মি ছিল গাজীপুর সিটি করপোরেশন। তাঁদের অনিয়ম স্বেচ্ছাচারিতায় কোণঠাসা হয়ে পরেছিল পুরো গাজীপুর সিটি করপোরেশন। 

আজ বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ভারপ্রাপ্ত মেয়র বলেন, ‘বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম পাঁচটি কোম্পানি থেকে হোল্ডিং ট্যাক্স প্ল্যান বাবদ ২ কোটি ৬০ লাখ টাকা আদায় করেন এবং সেই টাকা কোনাবাড়ির একটি শাখা ব্যাংকে জমা রাখেন। পরবর্তীতে তিনি নিজে ও তাঁর বাড়ির কর্মচারীদের দিয়ে তিনি ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এমন ২৪টি দুর্নীতির তথ্য প্রমাণ তদন্ত কমিটির হাতে। খুব শিগগিরই বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিচারিক কার্যক্রম শুরু হবে।’ 

ভারপ্রাপ্ত মেয়র আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর সিটি করপোরেশনকে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু এই টাকার সুষম বণ্টন সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে করা হয়নি। যেখানে ড্রেনগুলো ১০ বছর পরে তৈরি করলেও নগরী কোনো সমস্যা হতো না সেখানে সেই সকল জায়গার কাজ তিনি শুরু করেছেন। যদি সেই টাকার সুষম বণ্টন করা হতো তাহলে গাজীপুর সিটি করপোরেশন আরও দ্রুত আধুনিক নগরীতে পরিণত হতো।’ 

গাজীপুর সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আফজাল হোসেন সরকার রিপন, প্যানেল মেয়র এড, আয়েশা আক্তার, কাউন্সিল হাজী আব্দুল কাদির মন্ডল, শাহজাহান মিয়া সাজু, কাজী আবু বক্কর সিদ্দিক, রফিকুল ইসলাম রফিক, খোরশেদ আলম সরকার প্রমুখ। 

আলোচনা সভা শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান এবং গণভোজ অনুষ্ঠিত হয়। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল