হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া রোডে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ঢামেক প্রতিনিধি

কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া রোডে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম নাঈম হোসেন (২৭)। এই ঘটনায় আহত হয়েছেন সাগর (১৯) নামে আরও একজন। 

বুধবার দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে নাঈমকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মো. হোসেনের ছেলে নাঈম। বর্তমানে বাংলামোটর আলম হোটেলের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন। 

নাঈমের বন্ধু মো. শরিফ হোসেন জানান, এক বন্ধুর জন্মদিন পালন করতে গত রাতে আমার মোটরসাইকেল নিয়ে গিয়েছিল নাঈম। ৫টি মোটরসাইকেলে মোট ১০ জন মিলে মাওয়া ঘাট গিয়েছিলেন জন্মদিন পালন করতে। সেখান থেকে মধ্যরাতে ঢাকায় ফেরার সময় ঢাকা-মাওয়া রোডের পোস্তগোলা ব্রিজের পশ্চিম পাশের ঢালে নাঈমের মোটরসাইকেলটিতে একটি ট্রাক ধাক্কা দেয় বলে শুনতে পেরেছি। আহত অবস্থায় অন্য বন্ধুরা তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর আহত সাগরকে ঢাকা মেডিকেল থেকে পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। 

হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোল্লা জাকির হোসেন জানান, ঢাকা-মাওয়া রোডের কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ