হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ভেকুর সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ভেকুর (স্কেবেটর) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনা জেলার ও দিগন্ত পরিবহনের চালক বাচ্চু মোল্লা (৫০) এবং বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের রাশেদুল ইসলাম।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাগেরহাটের কাটাখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ভেকুর (এক্সকাবেটর) সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের চালক বাচ্চু মোল্লা ও রাশেদুল ইসলাম নিহত হন। এ ঘটনায় আহত হন ১০ জন।

এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ছয়জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে রাস্তা থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। 

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল