হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে নাশকতার মামলায় কাউন্সিলর গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) এক ওয়ার্ড কাউন্সিলকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার সকালে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া আবুল হাসেম গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। পরে গাসিক ওয়ার্ড কাউন্সিলরকে গোয়েন্দা পুলিশের গাজীপুর মহানগর দক্ষিণ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মো. নাজির হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে টঙ্গী পূর্ব থানার দায়ের করা নাশকতার এক মামলায় গাসিক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপির সাবেক নেতা আবুল হাসেমকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া আবুল হাসেম টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়। পরে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ গাসিক ওয়ার্ড কাউন্সিল আবুল হাসেমকে গ্রেপ্তার করলেও থানায় হস্তান্তর করেনি। কোটা আন্দোলনের সময় টঙ্গী পূর্ব থানার পুলিশ বাদী হয়ে করা নাশকতার একটি মামলায় তিনি আসামি ছিলেন।

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯