হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে নাশকতার মামলায় কাউন্সিলর গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) এক ওয়ার্ড কাউন্সিলকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার সকালে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া আবুল হাসেম গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। পরে গাসিক ওয়ার্ড কাউন্সিলরকে গোয়েন্দা পুলিশের গাজীপুর মহানগর দক্ষিণ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মো. নাজির হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনে টঙ্গী পূর্ব থানার দায়ের করা নাশকতার এক মামলায় গাসিক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপির সাবেক নেতা আবুল হাসেমকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া আবুল হাসেম টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়। পরে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ গাসিক ওয়ার্ড কাউন্সিল আবুল হাসেমকে গ্রেপ্তার করলেও থানায় হস্তান্তর করেনি। কোটা আন্দোলনের সময় টঙ্গী পূর্ব থানার পুলিশ বাদী হয়ে করা নাশকতার একটি মামলায় তিনি আসামি ছিলেন।

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ