শিল্পকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরার কথা চিন্তা করে সীমিত সময়ের জন্য গণপরিবহন খোলার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু এ ঘোষণার পরও সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অধিকাংশ কাউন্টার ছিল বন্ধ। আজ রোববার সকালে এমন চিত্র দেখা গেছে।
জানা যায়, সীমিত সময়ের জন্য অধিকাংশ দূরপাল্লার বাস রাস্তায় নামেনি। এ জন্য বেশির ভাগ কাউন্টার বন্ধ ছিল। অন্যদিকে ভিড় না থাকায় হাঁকডাক করেও যাত্রী পাচ্ছিলেন না হেলপাররা।
তিশা পরিবহনের চালক রবিউল ইসলাম বলেন, বেশির ভাগ যাত্রী এখন ঢাকামুখী। সবাই চাকরির জন্য ঢাকা আইতেছে। এ কারণে চট্টগ্রামমুখী তেমন কোনো যাত্রী নাই।
নাফ পরিবহনের হেলপার আসাদুজ্জামান বলেন, অনেক সময় ধইরা বইয়া আছি। আজকে ডাকাডাকি কইরাও যাত্রী পাইতাছি না। অন্য সময়ে এত ডাকা লাগে না।
যাতায়াত পরিবহনের হেলপার শাহাদাত জানান, কম সময়ের জন্য বাস খোলা হয়েছে। তেমন যাত্রী নাই। দেখতেই পারছেন, কতক্ষণ ধরে ডাকতাছি। যাত্রী পাইতাছি না।