হোম > সারা দেশ > গাজীপুর

দুই বছর আগে অটো ভাড়া না দেওয়ায় দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলের দপ্তরিকে হত্যা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

মো. আরিফুল ইসলাম (বাঁয়ে) ও আসাদুল্লাহ। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় ছুরিকাঘাতে মো. আরিফুল ইসলাম (৩৬) নামের এক যুবক খুন হয়েছেন। দুই বছর আগে ভাড়া না দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে এক অটোরিকশার চালক তাঁকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত অটোচালক আসাদুল্লাহকে (৩৫) বাড়ি থেকে ধরে এনে স্থানীয় লোকজন কির্ত্তুনিয়া ইছব আলী ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

আজ রোববার দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের কির্ত্তুনিয়া ইছব আলী ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আরিফুল ইসলাম কির্ত্তুনিয়া গ্রামের মৃত মালেক ভূঁইয়ার ছেলে। তিনি কির্ত্তুনিয়া ইছব আলী ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের অফিস সহায়ক (দপ্তরি) হিসেবে কর্মরত ছিলেন। আটক আসাদুল্লাহ একই গ্রামের মৃত ফাইজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশার চালক।

প্রত্যক্ষদর্শী মো. হিরণ মিয়া বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে আরিফুল ইসলাম স্কুলের সামনে আমার দোকানে এসে বসেছিলেন। কিছুক্ষণ পর আসাদুল্লাহ এসে পেছন দিক থেকে তাঁর পিঠে ছুরি ঢুকিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যান। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে আরিফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। পরে উত্তেজিত লোকজন আসাদুল্লাহর বাড়িতে হামলা চালিয়ে তাঁকে ধরে এনে ওই বিদ্যালয়ের সামনে গাছে বেঁধে রেখে থানায় খবর দেন। পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।’

বারিষাব ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুলতানউদ্দিন জানান, আসাদুল্লাহ একজন অটোরিকশাচালক। তিনি চিহ্নিত মাদকসেবী হওয়ায় তাঁর সঙ্গে এলাকার লোকজনের তেমন ভালো সম্পর্ক ছিল না।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল আজকের পত্রিকাকে জানান, প্রায় দুই বছর আগে অটোরিকশায় চড়ে আরিফুল ভাড়া দেননি বলে দাবি করেন আসাদুল্লাহ। এ নিয়ে গতকাল শনিবার বিকেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসাদুল্লাহকে আরিফুল কয়েকটি চড়থাপ্পড় দেন। সেই ক্ষোভ থেকেই আজ এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে আসাদুল্লাহ উপস্থিত লোকজনের কাছে স্বীকার করেছেন।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ