হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কটিয়াদীতে শিয়ালের কামড়ে আহত ১২

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে শিয়ালের কামড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফরিদা বেগম (৪০), কাউছার মিয়া (১২), ফজলু আফ্রাদ (৪৫), রুবিনা আক্তার (৩৫), বাদল জোয়ারদার (৪৬), সাইদুর রহমান (৬২), রাকিব মিয়া (১২), মাইন উদ্দিন আফ্রাদ (৬৫), রিমন মিয়া (২) ও রোকসানা আক্তার (৩৫)। আহতরা সকলেই উপজেলার লোহাজুড়ী ইউনিয়নের চর কাউনিয়া ও উত্তর দোহাজারী গ্রামের বাসিন্দা। 

লোহাজুরীর চরকাউনিয়া ওয়ার্ড সদস্য মো. আব্দুল ওয়াদুদ বাবুল বলেন, আজ দুপুরের দিকে একটি শিয়াল চরকাউনিয়া ও উত্তর লোহাজুরী গ্রামের অন্তত ১২ জনকে কামড়িয়ে আহত করেছে। এরপর চরকাউনিয়া গ্রামে শিমের জমিতে রোকসানা নামে এক গৃহবধূ তাঁর ছেলে বোরহান উদ্দিনকে নিয়ে কাজ করতে যায়। এ সময় শিয়ালটি বোরহানকে কামড়াতে দৌড়ে আসলে রোকসানা ছেলেকে আগলে দাঁড়ালে তাঁকে কামড় দেয়। এ সময় তাদের চিৎকারে লোকজন লাঠিসোঁটা নিয়ে ছুটে এসে শিয়ালটিকে মেরে ফেলে। 

ওয়ার্ড সদস্য আরও বলেন, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিয়ালটি মেরে ফেলতে পেড়ে লোকজন এখন নিরাপদ বোধ করছেন। 

এ বিষয়ে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব বলেন, শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে তাঁদের জলাতঙ্কের টিকা ও প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। 

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে