হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জ কারাগারে হামলার ঘটনায় মামলা, আইনজীবী–নেতাসহ আসামি ১১৬১

গোপালগঞ্জ সংবাদদাতা

গোপালগঞ্জ জেলা কারাগারের সামনের অবস্থা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কারাগারে হামলার ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬১ জনকে আসামি করে মামলা করেছে জেলা কারাগার। গতকাল মঙ্গলবার রাতে কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

মামলায় অজ্ঞাতনামা আরও ৯০০ থেকে ১০০০ জনকে আসামি করা হয়েছে। তবে বেশ কয়েকজন আসামির নাম একাধিকবার উল্লেখ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় ১২ জন আইনজীবীকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এম এম নাসির আহমেদ, সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান, আইনজীবী মুন্সি আতিয়ার রহমান, জয়ন্ত কুমার চক্রবর্তী, সাদিদ বিপ্লব, কালিমুল্লাহ, দেলোয়ার হোসেন সরদার, এস এম আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আশিক জামান উপল, এনামুল হক ডাবলু, এস এম মুনির হিটলার ও ইকবাল হোসেন।

তবে ঘটনার সময় জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের খাস কামরায় অভিযুক্ত আইনজীবীরা অবস্থান করছিলেন বলে দাবি এম এম নাসির আহমেদের। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার সময় আমরা সব আইনজীবী জেলা জজের খাস খামরায় অবস্থান করছিলাম। সেখানের সিসিটিভি ফুটেজও হয়তো আছে। তারপরও আমাদের কেন আসামি করা হলো, বিষয়টি আমার বোধগম্য নয়। আমাদের মোট ১২ জন আইনজীবীকে আসামি করা হয়েছে।’

এ বিষয়ে জানতে মামলার বাদী ও কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) তানিয়া জামানের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়