হোম > সারা দেশ > গাজীপুর

চলছে হেদায়েতি বয়ান, আখেরি মোনাজাত ৯টায়

 টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

চলছে হেদায়েতি বয়ান, আখেরি মোনাজাত ৯টায়। ছবি: আজকের পত্রিকা

টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ। হেদায়েতি বয়ান শেষে সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

প্রথম পর্বের শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি বয়ান করছেন। যাঁরা ইজতেমা থেকে চিল্লা, তিন চিল্লার জন্য জামাতে বের হবেন, তাঁরা জামাতে গিয়ে কী আমল করবেন এবং মহল্লায় যাঁরা এখান থেকে ফিরে যাচ্ছেন, তাঁরা নিজ এলাকায় গিয়ে কী আমল করবেন তার দিক নির্দেশনামূলক বয়ান করা হচ্ছে। মাওলানা আব্দুল মতিন তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করছেন।

ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, এই বয়ানের পরই ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা হেদায়েতি বয়ান করবেন। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করবেন মাওলানা জুবায়ের।

৫৮তম বিশ্ব ইজতেমা তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজ আখেরি মোনাজাত শেষে আগামীকাল সোমবার দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় আখেরি মোনাজাত।

চলছে হেদায়েতি বয়ান, আখেরি মোনাজাত ৯টায়। ছবি: আজকের পত্রিকা

আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর। ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেওয়া হবে।

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি