টঙ্গী: গাজীপুরের টঙ্গীর আলোচিত ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় রেজাউল করিমকে (সহ–সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ টঙ্গী সরকারি কলেজ শাখা গাজীপুর) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, মাদক সংশ্লিষ্টতা ও চাঁদাবাজি মামলায় গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এলাকার নিজ বাসা থেকে ২৮ এপ্রিল রেজাউল করিমকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর সকালে তাঁকে আদালতে পাঠানো হয়। পরে পুলিশ তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) রাজিব বলেন, জিজ্ঞাসাবাদে রেজাউল মাদক ব্যবসা পরিচালনা ও সরবরাহের বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন।