হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে প্রাইভেট কার থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

মৃত যুবক শফিক বেপারী। ছবি: সংগৃহীত

ফরিদপুরে একটি প্রাইভেট কার থেকে শফিক ব্যাপারী (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলার সদর উপজেলার ভাটি কানাইপুর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শফিক ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃগী দক্ষিণপাড়া এলাকার মো. কুদ্দুস ব্যাপারীর ছেলে। তিনি ওই গাড়ির চালক ছিলেন।

মরদেহ মেলা প্রাইভেটকার। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মো. আলতাভ হোসেন বলেন, গতকাল প্রাইভেট কারটি পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে মালিকের কাছ থেকে সকালে চাবি নিয়ে আসেন শফিক। এরপর আর তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে ভাটি লক্ষ্মীপুর গ্রামের কবির মোল্লার বাড়ির উঠানে রাখা প্রাইভেট কারের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ওসি বলেন, শফিকের খোঁজে ওই প্রাইভেট কারের কাছে স্বজনেরা গেলে ঢেকে রাখা গাড়িতেই মরদেহ দেখতে পায়। খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, লাশের গায়ে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন ছিল না। এটি হত্যাকাণ্ড কি না—এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা