হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে প্রাইভেট কার থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

মৃত যুবক শফিক বেপারী। ছবি: সংগৃহীত

ফরিদপুরে একটি প্রাইভেট কার থেকে শফিক ব্যাপারী (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলার সদর উপজেলার ভাটি কানাইপুর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শফিক ফরিদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃগী দক্ষিণপাড়া এলাকার মো. কুদ্দুস ব্যাপারীর ছেলে। তিনি ওই গাড়ির চালক ছিলেন।

মরদেহ মেলা প্রাইভেটকার। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মো. আলতাভ হোসেন বলেন, গতকাল প্রাইভেট কারটি পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে মালিকের কাছ থেকে সকালে চাবি নিয়ে আসেন শফিক। এরপর আর তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে ভাটি লক্ষ্মীপুর গ্রামের কবির মোল্লার বাড়ির উঠানে রাখা প্রাইভেট কারের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ওসি বলেন, শফিকের খোঁজে ওই প্রাইভেট কারের কাছে স্বজনেরা গেলে ঢেকে রাখা গাড়িতেই মরদেহ দেখতে পায়। খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, লাশের গায়ে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন ছিল না। এটি হত্যাকাণ্ড কি না—এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’