হোম > সারা দেশ > মাদারীপুর

কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি

বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড পাওয়া তিনজন। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরের রাজৈরে কুমার নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক। সাত দিন করে কারাদণ্ড পেয়েছেন বরগুনার নাচনাবাদ গ্রামের মো. বসার ফকির, পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিলডুমুরিয়া গ্রামের মো. শফিউল্লাহ সুমন ও একই উপজেলার দেলবাড়ি গ্রামের মো. মোস্তাকিম।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। এ সময় টেকেরহাট তাতিকান্দা গ্রামে কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিনজনকে আটক করা হয়। আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘আমাদের থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ