হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় বেকারির কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেকারির কারখানা থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার কয়খা গ্রামের বিসমিল্লাহ বেকারি থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই শ্রমিকের নাম বাচ্চু মোল্লা। তিনি ওই গ্রামের জহর মোল্লার ছেলে।

বাচ্চু মোল্লার স্ত্রী সম্পা বেগম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি ফোন পেয়ে আমার স্বামী বাড়ি থেকে বের হয়ে যান। পরে আজ সকালে খবর আসে বিসমিল্লাহ বেকারির মধ্যে তাঁর লাশ পড়ে আছে।’

তিনি আরও বলেন, ‘আমার স্বামীর মাঝবাড়ি গ্রামের এক নারীর সঙ্গে পরকীয়া ছিল। ওই নারীর স্বামী আমারকে স্বামী হত্যা করেছে বলে আমার ধারণা। আমি সঠিক তদন্তের মাধ্যমে আমার স্বামী হত্যার বিচার চাই।’ 

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাচ্চু মোল্লার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। প্রতিবেদন পাওয়ার পরেই আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল