মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে মাদারীপুরের নতুন শহর এলাকার শাজাহান খানের নিজ বাসভবনের দরজায় নোটিশ টানিয়ে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্নীতির মাধ্যমে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান বিপুল সম্পত্তির মালিক হন—এমন একটি অভিযোগ প্রধান কার্যালয়ে জমা পড়ে। কাগজটি যাচাই-বাছাই শেষে ঐশী খানকে হাজির হয়ে সম্পদের বিবরণ তুলে ধরে ব্যাখ্যা দিতে বলা হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রধান কার্যালয়ে হাজির হননি শাজাহান খানের কন্যা ঐশী খান।
এরপর প্রধান কার্যালয় থেকে দুদকের সদস্য জুয়েল আহম্মেদ নোটিশ নিয়ে মাদারীপুরে আসেন। সেই নোটিশ মাদারীপুর কার্যালয়ের সদস্যদের সহযোগিতায় শাজাহান খানের বাসভবনের দরজায় টানিয়ে দেওয়া হয়। এ সময় থানা-পুলিশ, স্থানীয় ব্যক্তিরাসহ মোট পাঁচজনের সাক্ষ্য নেয় দুদক।
দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দুদকের কার্যালয়ে জমা দিতে চিঠিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা না দিলে পরে আইনি ব্যবস্থা নেবে দুদক।