হোম > সারা দেশ > মাদারীপুর

সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

মাদারীপুর প্রতিনিধি

দরজায় নোটিশ সাঁটায় দুদক। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে মাদারীপুরের নতুন শহর এলাকার শাজাহান খানের নিজ বাসভবনের দরজায় নোটিশ টানিয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্নীতির মাধ্যমে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান বিপুল সম্পত্তির মালিক হন—এমন একটি অভিযোগ প্রধান কার্যালয়ে জমা পড়ে। কাগজটি যাচাই-বাছাই শেষে ঐশী খানকে হাজির হয়ে সম্পদের বিবরণ তুলে ধরে ব্যাখ্যা দিতে বলা হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রধান কার্যালয়ে হাজির হননি শাজাহান খানের কন্যা ঐশী খান।

এরপর প্রধান কার্যালয় থেকে দুদকের সদস্য জুয়েল আহম্মেদ নোটিশ নিয়ে মাদারীপুরে আসেন। সেই নোটিশ মাদারীপুর কার্যালয়ের সদস্যদের সহযোগিতায় শাজাহান খানের বাসভবনের দরজায় টানিয়ে দেওয়া হয়। এ সময় থানা-পুলিশ, স্থানীয় ব্যক্তিরাসহ মোট পাঁচজনের সাক্ষ্য নেয় দুদক।

দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দুদকের কার্যালয়ে জমা দিতে চিঠিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা না দিলে পরে আইনি ব্যবস্থা নেবে দুদক।

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ