হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়ার পর গায়ে আগুন, তরুণীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া গৃহবধূ মরিয়ম (২২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। গতকাল সোমবার রাত ১১টায় প্রবাসী স্বামীর সঙ্গে কথা–কাটাকাটির পর মরিয়ম নিজ গায়ে আগুন দেয় বলে জানা যায়। 

নিহত মরিয়ম বন্দর উপজেলার কল্যান্দি এলাকার মামুন মিয়ার স্ত্রী। তিনি নাসিকের ২২ নম্বর ওয়ার্ডের রাজবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

প্রতিবেশীরা বলছে, মরিয়মের স্বামী মামুন কাজের সুবাদে বিদেশে থাকেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোবাইলে তাঁর স্বামীর সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রান্না ঘরে থাকা স্টোভ চুলার কেরোসিন গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। পরে তাঁর ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে। এরপর প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। 

এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির