হোম > সারা দেশ > ঢাকা

কলাবাগানে পানি সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকার বেশ কয়েকটি বাড়িতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সংকটের কারণে নিয়মিত রান্নাবান্না, গোসল এবং দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

লেক সার্কাস এলাকার বাসিন্দা ও ঢাকা মেডিকেল কলেজে কর্মরত এক চিকিৎসক টেলিফোনে আজকের পত্রিকাকে জানান, তাদের এলাকায় দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র পানির সংকট চলছে। সকালে সামান্য পরিমাণে সরবরাহ পেলেও দুপুর কিংবা রাতে পানির সরবরাহ পাওয়াই যাচ্ছে না। এতে নিয়মিত গোসল, রান্নাবান্না ছাড়াও দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কলাবাগান তেঁতুলতলার ওয়াসার পাম্প অপারেটরেরা জানান, তেঁতুলতলা পানির পাম্পে প্রতি মিনিটে ২ হাজার থেকে ২ হাজার ২০০ লিটার পানি ওঠার কথা। কিন্তু বর্তমানে বিদ্যুতের লোডশেডিং ও জেনারেটরে সমস্যা থাকায় পানি উঠছে মিনিটে ৭০০-৮০০ লিটার। তাঁরা আরও জানান, লেক সার্কাস এলাকার কয়েকটি বাড়িতে পানির সমস্যা রয়েছে। এলাকাবাসীদের পক্ষ থেকে পাম্পে এসে রিপোর্ট করেছিলেন। পরে তাদের এলাকা পরিদর্শন করে জানা গেছে কোনো কোনো বাড়িতে পানির লাইনের চাবি কমানো থাকছে। এ কারণে কাঙ্ক্ষিত পানি সরবরাহ দেওয়া যাচ্ছে না।

পাম্প অপারেটররা আরও জানান, গত দুই সপ্তাহ ধরে জেনারেটরও কাজ করছে না। লোডশেডিংয়ের সময় জেনারেটরে লোড দিলেই তা বন্ধ হয়ে যাচ্ছে। এতে পানি তোলা সম্ভব হচ্ছে না। তবে গ্রিন রোড-৪ এ নতুন আরেকটি পাম্প বসানোর চেষ্টা চলছে। সেটি স্থাপন করা হলে এলাকাবাসীর পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে।

এই বিষয়ে ঢাকা ওয়াসার অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সাহা আজকের পত্রিকাকে জানান, কলাবাগানে পানির সংকটের বিষয়টি তাঁর নজরে নেই। তবে খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার