হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় প্রায় দুই হাজার অবৈধ আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে পৌর এলাকার অর্জুন্দী, দরপত, ঠোটালিয়াসহ ৪টি গ্রামের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ৪ কিলোমিটার এলাকার অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ বিপণন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সুরুজ আলম বলেন, ‘সোনারগাঁ পৌরসভার অর্জুন্দী এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালানো হয়। এ সময় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইনের পাইপ ছিদ্র করে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করায় ৪টি গ্রামের দুই হাজার আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অপরাধমূলক কাজের সঙ্গে যারা জড়িত, তদন্ত করে তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলী তানভীর হাসান ও আতিকুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন