হোম > সারা দেশ > ঢাকা

দুই দিন আগে বাসায় ফেরেন মুরাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারীদের নিয়ে কটূক্তির জেরে মন্ত্রিত্ব হারান সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এরপর বিদেশে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। কয়েকটি দেশের বিমানবন্দর থেকে দেশে ফিরে আসেন তিনি। তখন থেকেই উত্তরার একটি বাসায় আত্মগোপনে ছিলেন। আত্মগোপন ভেঙে দুই দিন আগে বাসায় ফিরেছেন মুরাদ। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক এ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্ত্রী জাহানারা ধানমন্ডি থানায় হত্যার হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

মুরাদের ধানমন্ডির বাসা সূত্রে জানা গেছে, ২৮ নম্বর রোডের (এডিসি লেক জেনিথ) ১৫ নম্বর এ বাসার চারতলায় থাকেন মুরাদের স্ত্রী ও তাঁদের দুই ছেলে-মেয়ে। মুরাদের বাসায় এখন কেউ নেই।  

মুরাদকে ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেও বাসায় ছিলেন স্ত্রী ও সন্তানেরা। দুই দিন আগে বাসায় ফিরে আসেন মুরাদ। বাসায় ফেরার মাত্র দুই দিনের মাথায় আবারও বাসা ছাড়লেন মুরাদ এবং তাঁর হুমকির কারণে বাসা ছেড়ে চলে গেছেন স্ত্রী-সন্তানেরা। 

বাসা সূত্রে আরও জানা গেছে, বিকেল চারটায় দিকে ধানমন্ডি থানা-পুলিশের উপস্থিতিতে সন্তানদের নিয়ে বাসা ছাড়েন মুরাদের স্ত্রী। এরপর থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন তিনি। আর পুলিশ আসার খবরে বাসা ছেড়ে চলে যান মুরাদ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলির নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ সদস্য বাসায় আসেন। তাঁরা বাসা ঘুরে দেখেন। পরে ডা. মুরাদের স্ত্রীকে নিয়ে থানায় ফিরে যান। থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে গালাগালি ও হত্যার হুমকির অভিযোগে জিডি করলেন।

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার