হোম > সারা দেশ > ঢাকা

দুই দিন আগে বাসায় ফেরেন মুরাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারীদের নিয়ে কটূক্তির জেরে মন্ত্রিত্ব হারান সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এরপর বিদেশে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। কয়েকটি দেশের বিমানবন্দর থেকে দেশে ফিরে আসেন তিনি। তখন থেকেই উত্তরার একটি বাসায় আত্মগোপনে ছিলেন। আত্মগোপন ভেঙে দুই দিন আগে বাসায় ফিরেছেন মুরাদ। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক এ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে স্ত্রী জাহানারা ধানমন্ডি থানায় হত্যার হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

মুরাদের ধানমন্ডির বাসা সূত্রে জানা গেছে, ২৮ নম্বর রোডের (এডিসি লেক জেনিথ) ১৫ নম্বর এ বাসার চারতলায় থাকেন মুরাদের স্ত্রী ও তাঁদের দুই ছেলে-মেয়ে। মুরাদের বাসায় এখন কেউ নেই।  

মুরাদকে ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেও বাসায় ছিলেন স্ত্রী ও সন্তানেরা। দুই দিন আগে বাসায় ফিরে আসেন মুরাদ। বাসায় ফেরার মাত্র দুই দিনের মাথায় আবারও বাসা ছাড়লেন মুরাদ এবং তাঁর হুমকির কারণে বাসা ছেড়ে চলে গেছেন স্ত্রী-সন্তানেরা। 

বাসা সূত্রে আরও জানা গেছে, বিকেল চারটায় দিকে ধানমন্ডি থানা-পুলিশের উপস্থিতিতে সন্তানদের নিয়ে বাসা ছাড়েন মুরাদের স্ত্রী। এরপর থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন তিনি। আর পুলিশ আসার খবরে বাসা ছেড়ে চলে যান মুরাদ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলির নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ সদস্য বাসায় আসেন। তাঁরা বাসা ঘুরে দেখেন। পরে ডা. মুরাদের স্ত্রীকে নিয়ে থানায় ফিরে যান। থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে গালাগালি ও হত্যার হুমকির অভিযোগে জিডি করলেন।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত