হোম > সারা দেশ > গোপালগঞ্জ

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গণ অধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাটগাতী বাজারে পৌর মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শাহিদ আলম, সাধারণ সম্পাদক মহাসিন শেখ, সহসভাপতি মোহাম্মদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল ফকির, দপ্তর সম্পাদক ফারজানা আক্তার (রুনা), গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোজাহিদ শেখ, যুব অধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি নাদিম মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের অন্যতম দল গণঅধিকার পরিষদ। সেই দলের সভাপতির ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পটুয়াখালীর গলাচিপায় নুরুল হক নুরকে অবরুদ্ধ করে যারা হামলা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় টুঙ্গিপাড়া, গোপালগঞ্জসহ সারা দেশে আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হবে।

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১