হোম > সারা দেশ > রাজবাড়ী

ভাঙ্গা-রাজবাড়ী-ঢাকা রুটে আসছে নতুন ২ জোড়া কমিউটার ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা রেল সংযোগ প্রকল্প চালু হলেও পূর্ণাঙ্গ সেবা ছয় মাস পরেও চালু করতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। পদ্মা সেতুর সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে এ রুটে নতুন জোড়া কমিউটার ট্রেন আনতে যাচ্ছে রেলওয়ে। ঢাকা-ভাঙ্গা ও ভাঙ্গা-রাজবাড়ী রুটে নতুন দুই জোড়া ট্রেন চলবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের জেনারেল পশ্চিম এর পক্ষ থেকে সহকারী চিফ অপারেটিং সুপারিটেনডেন্ট মো. আব্দুল আওয়াল সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে এক জোড়া এবং অপারেশনাল সুবিধার্থে একই রেক দ্বারা রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী রুটে এক জোড়া কমিউটার ট্রেন পরিচালনা করার জন্য মতামত পেশ করা হলো। এর মধ্যে ঢাকা-ভাঙ্গা রুটে ১২১ ও ১২৪ নম্বর ট্রেনটির নাম প্রস্তাব করা হয়েছে ভাঙ্গা এক্সপ্রেস। আর ভাঙ্গা-রাজবাড়ী রুটে ১২২ ও ১২৩ নম্বর ট্রেনের নাম নির্ধারণ করা হয়েছে চন্দনা এক্সপ্রেস। 

ট্রেনটিতে ২৪টি প্রথম শ্রেণির, ৪৪টি শোভন চেয়ার এবং ৪২৪টি শোভন শ্রেণির আসন ব্যবস্থা থাকবে। উভয়পথে ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে যাত্রা বিরতি থাকবে। সাপ্তাহিক বন্ধ শুক্রবার।

এই বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় রেল কর্মকর্তা (পাকসী) শাহ সুফী নুর মুহাম্মদ জানিয়েছেন, রেলওয়ের উর্দ্ধতন কার্যলয় থেকে এ রুটের প্রস্তাব দেওয়া পশ্চিমাঞ্চল থেকে চিঠি পাঠিয়েছে।

কবে চালু হচ্ছে এ রুটে ট্রেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলওয়ে প্রধান কার্যলয় থেকে বিস্তারিত বলতে পারবে। 

পশ্চিম অঞ্চলের ব্যবস্থাপক অসীম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, প্রস্তাবনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় পাশ করলে চলাচল করবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ