হোম > সারা দেশ > গাজীপুর

জাল সনদে সভাপতির পদ গেল বিএনপি নেতার, অধ্যক্ষকে শোকজ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শাহজাহান ফকির। ছবি: সংগৃহীত

জাল সনদ জমা দেওয়ার অভিযোগে গাজীপুরের শ্রীপুরে বরমী ডিগ্রি কলেজের সভাপতি শাহজাহান ফকিরের পদ স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।

একই সঙ্গে সনদ যাচাই ছাড়া কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তাঁর নাম প্রস্তাব করায় কলেজ অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রওশন আরা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সভাপতির একাডেমিক সনদের সমস্যা থাকায় তাঁর পদ স্থগিত করা হয়েছে এবং শোকজ করা হয়েছিল। আমরা যথাসময়ে এর জবাবও দিয়েছি।’

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত শাহজাহান ফকির উপজেলা বিএনপির বর্তমান সভাপতি। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে বরমী ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করে। এরপর তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

সেলিম নামের স্থানীয় এক ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তাঁর সনদ নিয়ে আপত্তি জানিয়ে আবেদন করেন। পরে যাচাই-বাছাই করে তাঁর পদ স্থগিত করা হয়।

এ বিষয়ে কথা বলতে বিএনপি নেতা শাহজাহান ফকিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য জানা যায়নি।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট