হোম > সারা দেশ > গাজীপুর

এটিএম বুথে কিশোরী ধর্ষণের অভিযোগে নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গ্রেপ্তার লিটন মিয়া। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিটন মিয়া (৪০) নামে এক নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে। বেশি টাকার বেতনে চাকরি জুটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কিশোরীটিকে ডেকেছিলেন তিনি। গতকাল সোমবার রাতে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

লিটন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে ভাড়া থেকে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন।

শ্রীপুর থানার ওসি বলেন, ভুক্তভোগী কিশোরী একটি কারখানায় সল্প বেতনে কাজ করে। ডাচ্‌-বাংলা ব্যাংকের ওই বুথ থেকে নিয়মিত টাকা তুলত সে। সেই সুবাদে নিরাপত্তা প্রহরী লিটন মিয়ার সঙ্গে পরিচয় হয় তার। লিটন তাকে ১২ হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেয়। গত রোববার সকাল ৬টার দিকে ভুক্তভোগী কিশোরী এটিএম বুথে আসে। সেখানে এলে লিটন মিয়া এটিএম বুথের ভেতরে পাশের থাই গ্লাস আটকানো কক্ষে নিয়ে তাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী কিশোরী বাড়ি গিয়ে বিষয়টি জানালে তার স্বজনেরা থানায় এসে মামলা দায়ের করেন। পুলিশ লিটনকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। লিটন কিছুক্ষণ পরপর তাঁর অবস্থান পরিবর্তন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পৌরসভার আনসার রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের পাঠানো হবে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি