হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে যুবলীগ নেতাকে গাড়ি থেকে নামিয়ে মারধর

গাজীপুরের শ্রীপুরে আশরাফুল ইসলাম ওয়াসিম নামে এক যুবলীগ নেতাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর পৌর শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত আশরাফুল ইসলাম ওয়াসিম (৩৮) শ্রীপুর পৌর এলাকার নাজিম উদ্দিন মাস্টারের ছেলে। তিনি শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি প্রার্থী। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ওই নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পৌর শহরের পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে যুবলীগ নেতা প্রাইভেটকার নিয়ে শ্রীপুর বাজারে আসেন। এ সময় ১৫ / ২০ জন যুবক শ্রীপুর রেলগেটের পশ্চিম পাশে তার গাড়ির গতিরোধ করে। যুবকেরা তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।এ সময় হামলাকারীরা তার প্রাইভেট কারটিতে (ঢাকা মেট্রো-গ ৩৩-২৪৩৩) ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান