হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে যুবলীগ নেতাকে গাড়ি থেকে নামিয়ে মারধর

গাজীপুরের শ্রীপুরে আশরাফুল ইসলাম ওয়াসিম নামে এক যুবলীগ নেতাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ওই যুবলীগ নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর পৌর শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত আশরাফুল ইসলাম ওয়াসিম (৩৮) শ্রীপুর পৌর এলাকার নাজিম উদ্দিন মাস্টারের ছেলে। তিনি শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি প্রার্থী। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ওই নেতাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পৌর শহরের পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে যুবলীগ নেতা প্রাইভেটকার নিয়ে শ্রীপুর বাজারে আসেন। এ সময় ১৫ / ২০ জন যুবক শ্রীপুর রেলগেটের পশ্চিম পাশে তার গাড়ির গতিরোধ করে। যুবকেরা তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।এ সময় হামলাকারীরা তার প্রাইভেট কারটিতে (ঢাকা মেট্রো-গ ৩৩-২৪৩৩) ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে