হোম > সারা দেশ > ঢাকা

কারাগারেই করতে হবে বিয়ের আয়োজন, কাবিননামা দেখালেই মিলবে জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ১৭ বছরের কিশোরী নিখোঁজ হয় ২০২২ সালের ১৩ জুলাই। প্রায় ৯ মাস পর চলতি বছরের ৮ এপ্রিল বাবা অপহরণ মামলা করেন। মামলার দিনই পুলিশ অভিযুক্ত রাকিবুজ্জামান রকিবকে গ্রেপ্তার করে। আর কিশোরীকে দেওয়া হয় বাবার জিম্মায়। পরে আদালতে জবানবন্দীতে অপহরণের কথা বলে কিশোরী। এতে আসামিকে পাঠানো হয় কারাগারে।

সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন নেন অভিযুক্ত রকিব। তবে রাষ্ট্রপক্ষ আপিল করলে জামিন আটকে দেন চেম্বার আদালত। পাঠানো হয় আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে। বিষয়টি আজ সোমবার শুনানির জন্য ওঠে আদালতে।

উভয় পরিবারের সম্মতিতে আদেশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে কারাগারে বিয়ের আয়োজনের নির্দেশ দেন আপিল বিভাগ। আর বিয়ের কাগজ দেখালে জামিন মিলবে বলে আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ।

আদালতে শুনানির সময় কিশোরীর বাবা আপিল বিভাগকে বলেন, ‘আমার মেয়ে বিয়ে করতে আগ্রহী।’ শুনানি শেষে আপিল বিভাগ আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে লালমনিরহাটের কারা কর্তৃপক্ষকে বিয়ের আয়োজন করতে নির্দেশ দেন। একইসঙ্গে পরবর্তী আদেশের জন্য আগামী ৪ ডিসেম্বর দিন ধার্য করেন।

আসামি পক্ষের আইনজীবী মো. অজি উল্লাহ বলেন, রকিবের পরিবার জানিয়েছে ওই মেয়ের সঙ্গে ছেলের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার মেনে না নেওয়ায় তারা পালিয়ে গিয়ে বিয়ে করে। চলে যাওয়ার প্রায় ৯ মাস পর মেয়ের বাবা মামলা করলে রাকিবকে গ্রেপ্তার করা হয়। ওই মেয়ে দুইমাসের গর্ভবতীও ছিল। যদিও তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। বিয়ের কাগজ দেখে হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন।

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

মির্জাপুরে যুবলীগ নেতা ফেরদৌস গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

ফয়সালের সঙ্গে ইনকিলাব কালচারাল সেন্টারে গেছি, এতটুকুই—আদালতে কবির

আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

সিঙ্গাপুরে হাদির অবস্থার অবনতির পর স্থিতিশীল: ইনকিলাব মঞ্চ