হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বনের ভেতর থেকে অজ্ঞাত যুবকের পোড়া মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া বিমানবাহিনী গেট এলাকায় ভাওয়াল শালবনের ভেতর থেকে অজ্ঞাত যুবকের পোড়া ও অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানা-পুলিশ। প্রাথমিক অনুসন্ধানের পর মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজ বুধবার বিকেলে উপজেলার হোতাপাড়া এলাকার বনের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, বুধবার বিকেলে স্থানীয় এক ছেলে গাজীপুরের সদর উপজেলাধীন হোতাপাড়া এলাকায় পানির পরিত্যক্ত বোতলসহ অন্যান্য সামগ্রী খুঁজতে যায়। এ সময় উক্ত এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবাহিনী গেটের পূর্ব পাশে বনবিলাস হোটেলের ২ ’শ গজ পূর্বদিকে ভাওয়াল শালবনের ভেতরের নির্জন স্থানে অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে সে আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা জয়দেবপুর থানা-পুলিশকে খবর দেয়। খবর পাওয়ার পর জয়দেবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে। তার পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পিবিআইসহ অন্যান্য সংস্থার সহায়তা চাওয়া হচ্ছে।

ওসি আরও জানান, পরিচয় পাওয়া না গেলে পুলিশ বাদী হয়ে এ সংক্রান্তে হত্যা মামলা দায়ের করা হবে। তদন্ত করে ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করা হবে। 

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ