কিশোরগঞ্জের ভৈরবে ভেজালবিরোধী অভিযান চালিয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। আজ শনিবার উপজেলার ভৈরব বাজার ও পঞ্চবটি নতুন রাস্তা এলাকায় এ অভিযান চালানো হয়।
বিশুদ্ধ খাদ্য আদালত ও কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। জেলা খাদ্য কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা দেন।
অভিযানে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন, খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এ সময় খাজা বেকারিকে ২ লাখ টাকা, তালুকদার ফুড প্রোডাক্টকে ১ লাখ টাকা ও মোল্লা ফুড প্রোডাক্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
এ বিষয়ে বিশুদ্ধ খাদ্য কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, আজকে নানা অনিয়মের কারণে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। ভেজালবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।