হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মোটরসাইকেলে চড়ে ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে মোটরসাইকেলে চড়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ সোমবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি আজ সোমবার বিকেলে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার চড়পাড়া এলাকার আনোয়ার ইসলাম আমিনুল (৩৬) ও তাড়াইল উপজেলার রাউতি এলাকার মো. ছোটন (২১)।

পুলিশ জানায়, গতকাল রোববার সকালে জেলা জজ আদালতের আইনজীবী শাহীনূর কলি তাঁর ছোট বোন লিপিকে নিয়ে জেলা শহরের শোলাকিয়া গাছ বাজার এলাকায় যাচ্ছিলেন। তাঁরা শহরের শোলাকিয়া বনানী মোড়ে পৌঁছালে দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে লিপির ভ্যানিটি ব্যাগটি সজোরে টান দিয়ে ছিনিয়ে নেন। লিপির ব্যাগে ফোন, টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

পরে ওই আইনজীবী শাহীনূর কলি ঘটনাটি পুলিশকে জানালে জেলা গোয়েন্দা শাখার একটি দল ঘটনাস্থল ও আশপাশের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় দুই ছিনতাইকারীকে করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আইনজীবী শাহিনূর কলি বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় গ্রেপ্তার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মোটরসাইকেল আরোহীর বেশে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আনোয়ার ইসলাম আমিনুল ও মো. ছোটন জেলখানা মোড় থেকে বিন্নাটি মোড়, বিন্নাটি মোড় থেকে চৌদ্দশত বাজার, চৌদ্দশত বাজার থেকে নান্দলা বাজার, নান্দলা বাজার থেকে পুলেরঘাট বাজার পর্যন্ত আঞ্চলিক মহাসড়কে ছিনতাই করতেন।

গতকাল রোববার সকালে জেলা শহরের শোলাকিয়া বনানী মোড় এলাকায় ছিনতাইয়ের ঘটনাটিও ঘটিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির