হোম > সারা দেশ > ঢাকা

কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে নেওয়ার পর কারাবন্দীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ ইউসুফ আলী মিয়া (৭৩) নামের এক হাজতি। পরে চিকিৎসার জন্য দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল রোববার দিবাগত ভোররাতে এই ঘটনা ঘটে।

কারারক্ষী মো. আরমান বলেন, ‘এ দিন সকালে কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ ইউসুফ আলী মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

তিনি জানান, ইউসুফ আলীর কেন্দ্রীয় কারাগারের হাজতি নম্বর ১৪১২/২৫। তিনি মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকার নূর হোসেন মিয়ার সন্তান। তবে ইউসুফ আলী কী ধরনের মামলায় আটক ছিলেন, এ বিষয়ে কিছু জানাতে পারেননি ওই কারারক্ষী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল