হোম > সারা দেশ > কক্সবাজার

রামুর পাহাড়ে বাচ্চা হাতির মরদেহ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুর পাহাড়ে একটি বাচ্চা হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রামু উপজেলার পানেরছড়ার হোয়ারিয়া ঘোনার পাহাড়ে এই হাতির মরদেহটি উদ্ধার করা হয়। 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সরওয়ার আলম বলেন,৭-৮ বছরের হাতিটি নারী জাতের। খাদ্যে বিষক্রিয়ার কারণে এটি মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

তবে পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় লোকজনের দাবি, বৈদ্যুতিক তারে জড়িয়ে এই বাচ্চা হাতিটি মারা গেছে। 

বন কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলম জানান, হাতির ময়নাতদন্ত সম্পন্ন করে নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। নমুনার প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। দুপুরের পর হাতিটি মাটিতে পুতে ফেলা হয়েছে। 

পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ জানান, এটি একটি এশিয়ান প্রজাতির হাতি। প্রায় সময় বৈদ্যুতিক ফাঁদ ও গুলি করে হাতি হত্যা করা হচ্ছে। এ হাতিটিও বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত্যু হতে পারে। বন বিভাগ দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। 

হাতি হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এ ধরনের ঘটনা বন্ধ করা যাবে না বলে জানান তিনি। 

এর আগে, গত ৩ সেপ্টেম্বর একই বনে একটি মৃত হাতি উদ্ধার করা হয়।

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা