হোম > সারা দেশ > কক্সবাজার

কুতুবদিয়ায় ৩ কিলোমিটার বেড়িবাঁধে ভাঙন, আহত ২

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দমকা বাতাসে শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় অর্ধশত কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। আজ সোমবার সকালের দিকে হঠাৎ ভারী বর্ষণ ও বাতাস শুরু হলে উপজেলার বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। বেড়িবাঁধের পাশে থাকা জোয়ারে পানির ঢেউয়ের আঘাতে পড়ে আহত হয়েছেন দুজন। 

এদিকে প্রচণ্ড বাতাসে উপজেলা সদরে মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের তিনতলার টিনের ছাউনি, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের টিনের ছাদ উড়ে গেছে। একাধিক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ  বন্ধ রয়েছে সকাল থেকেই। 

আলী আকবর ডেইল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে সমুদ্রের লোনা পানি লোকালয়ে প্রবেশ করেছে, তা ছাড়া কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল এলাকায় বেড়িবাঁধের ভেঙেছে বলে জানা গেছে। 

কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন ও কৈয়ারবিল ইউনিয়নের প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুতুবদিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী এলটন চাকমা। 

হাসপাতাল সূত্র জানায়, আজ বেলা ২টার দিকে আলী আকবর ডেইল হকদারপাড়ার মো. তাহেরর ছেলে শহীদ (১৬) ও তেলিপাড়ার আলতাফ মিয়ার ছেলে হাবিবুর (২৬) ঝড়ের কবলে পড়ে আহত হন। তাঁদের রেড ক্রিসেন্টের সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক বিপ্লব বড়ুয়া শহীদকে ভর্তি করান এবং হাবিবকে প্রাথমিক চিকিৎসা দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিভিন্ন স্থানে কাঁচাঘর, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৩৩টির আংশিক ও দুটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য তাঁরা পেয়েছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হোসেন চৌধুরী বলেন, প্রচণ্ড বাতাস-বৃষ্টিতে এ পর্যন্ত ৩৫টি কাঁচা ঘরবাড়ি ক্ষতির খবর জানতে পেরেছেন। আরও বিস্তারিত জানতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড