হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নুরু ছালাম (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়ার গর্জনিয়া পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নুরু ছালাম উপজেলার গর্জনিয়া পাহাড় গ্রামের মৃত খুইল্লা মিয়ার ছেলে।

মৃত ব্যক্তির পরিবার জানায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন কাকারা বিটের গর্জনিয়া পাহাড় এলাকায় বন্য হাতির সামনে পড়েন নুরু ছালাম। এ সময় হাতিটি তাঁকে শুঁড় দিয়ে ওপরে তুলে আছাড় মারে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা গিয়ে তাঁকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, বন্য হাতির আক্রমণে নুরু ছালামের মৃত্যু হয়েছে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি আজকের পত্রিকাকে জানান, বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড