হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের খুরুশকূল নতুন সংযোগ সেতু এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৫টার দিকে শহরের কস্তুরাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আহত রাশেদুল ইসলাম বাবু (২৪) কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। এ ছাড়া অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ওসি রকিবুজ্জামান বলেন, আজ সোমবার বিকেলে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ওপর নির্মিত কস্তুরাঘাট-খুরুশকূল সংযোগ সেতু এলাকায় আশ্রয়ণ প্রকল্পমুখী একটি মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান এবং মোটরসাইকেল আরোহী দুই যুবক ছিটকে পড়ে আহত হন।

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল নিয়ে আসে। লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার