হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা যুবক সোমেন হত্যার ঘটনায় ২ রোহিঙ্গা গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা যুবক সোমেন হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন। গতকাল শনিবার রাতে নিহত সোমেনের বাবা আবু সুফিয়ান উখিয়া থানায় মামলা দায়ের করেন। আজ রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক। 

আটককৃতরা হলো, মধুরছড়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/ ২৯ ব্লকের বাসিন্দা নুর আলমের ছেলে মামলার ৮ নম্বর আসামি আমির হাকিম (৩৭) ও একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল মনসুরের ছেলে মামলার ১১ নম্বর আসামি মোহাম্মদ মজিদ উল্লাহ (৩৫)। 

পুলিশ সুপার নাঈমুল হক বলেন, ‘রোববার ভোরে মধুরছড়া পুলিশ ক্যাম্পের কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোহাম্মদ মেহেদী হাসান শাকিলের নেতৃত্বে এপিবিএনের একটি টিম অভিযান চালিয়ে সোমেন হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে।’ আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

 ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা মাঝি আজিম উদ্দিন হত্যার একদিন পরই গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ‘সি’ ব্লক থেকে মোহাম্মদ সোমেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএন ও উখিয়া থানা-পুলিশের যৌথ অভিযান অব্যাহত আছে। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক