হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা যুবক সোমেন হত্যার ঘটনায় ২ রোহিঙ্গা গ্রেপ্তার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা যুবক সোমেন হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন। গতকাল শনিবার রাতে নিহত সোমেনের বাবা আবু সুফিয়ান উখিয়া থানায় মামলা দায়ের করেন। আজ রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক। 

আটককৃতরা হলো, মধুরছড়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/ ২৯ ব্লকের বাসিন্দা নুর আলমের ছেলে মামলার ৮ নম্বর আসামি আমির হাকিম (৩৭) ও একই এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল মনসুরের ছেলে মামলার ১১ নম্বর আসামি মোহাম্মদ মজিদ উল্লাহ (৩৫)। 

পুলিশ সুপার নাঈমুল হক বলেন, ‘রোববার ভোরে মধুরছড়া পুলিশ ক্যাম্পের কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোহাম্মদ মেহেদী হাসান শাকিলের নেতৃত্বে এপিবিএনের একটি টিম অভিযান চালিয়ে সোমেন হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে।’ আটককৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

 ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা মাঝি আজিম উদ্দিন হত্যার একদিন পরই গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ‘সি’ ব্লক থেকে মোহাম্মদ সোমেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএন ও উখিয়া থানা-পুলিশের যৌথ অভিযান অব্যাহত আছে। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি

বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরাকান আর্মির জন্য নেওয়া হচ্ছিল ১৬০০ বাউন্ডলি, গ্রেপ্তার ৩

কোস্ট গার্ডের হাতে নিষিদ্ধ ট্রলিং জাল, বোটসহ ৫৩ জেলে আটক

কক্সবাজারে পার্কিংয়ে থাকা বাসে আগুন