কক্সবাজারের টেকনাফে হাবিবুল্লাহ বাহিনীর প্রধান হাবিব উল্লাহ (৩২) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার ৩টার দিকে ২৭ নম্বর জাদিমুড়া শিবির থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাবিব উল্লাহ হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া মৃত কালা চানের ছেলে।
১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মাদক সম্রাট ও সন্ত্রাসী হাবিব উল্লাহ বাহিনীর প্রধান হাবিল্লাহ শিবিরে অপরাধ সংঘটিত করার জন্য ঢুকেছে। এরই প্রেক্ষিতে এপিবিএন সদস্যরা অভিযান পরিচালনা করে জাদিমুড়া শিবিরের ব্লক-সি/ ২ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে ওই তাঁকে গ্রেপ্তার করে।
জানা যায়, অস্ত্রধারী সন্ত্রাসী ও জাদিমুড়া এলাকার স্থানীয় ও রোহিঙ্গা সন্ত্রাসীদের গডফাদার বলে ব্যাপক পরিচিত হাবিব উল্লাহ। তাঁর পিসিপিআর যাচাই করে তাঁর বিরুদ্ধে মাদক, অস্ত্র ও অপহরণ সহ একাধিক মামলা রয়েছে। শিবিরে আত্মগোপনে ছিল হাবিব। সে কারণে পুলিশ তাঁকে অনেক খুঁজেও গ্রেপ্তার করতে পারেনি। অবশেষে আর্মড পুলিশের জালে আটকা পড়েন তিনি।
এসপি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।