হোম > সারা দেশ > কক্সবাজার

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও ৬১ রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল শুক্রবার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পুটিবনিয়া ২২ নম্বর শিবির থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মৃত দিল মোহাম্মদের ছেলে মো. শফিক (২৬), কালা মিয়ার ছেলে আমান উল্লাহ (২৬) ও সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহাম্মদ (৫১)। 

এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি দল রোহিঙ্গা শিবিরে অভিযান চালায়। এ সময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আটক সন্ত্রাসীরা ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য । তারা ক্যাম্প এলাকায় মাদকের কারবার, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক