হোম > সারা দেশ > কক্সবাজার

সেন্ট মার্টিন ২০ শয্যা হাসপাতালে টেলি মেডিসিন সেবা চালু

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চালু করা হয়েছে টেলি মেডিসিন সেন্টার। আজ বৃহস্পতিবার দ্বীপের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এটি চালু করা হয়। এ দ্বীপের ১০ হাজার মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। এ হাসপাতালে টেলি মেডিসিন সেবা চালু হওয়ায় খুশি স্থানীয়রা। তাঁদের মতে, দ্বীপ অঞ্চলটি এখন স্বাস্থ্যসেবাই এগিয়ে থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা সিভিল সার্জন মো. মাহবুবুর রহমান, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলী এহসান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সেন্ট মার্টিন দ্বীপ দুর্গম এলাকা। এখানকার মানুষের সেবা নিশ্চিত করতে টেলি মেডিসিন চালু করা হয়েছে। দ্বীপে শিগগিরই কুতুবদিয়ার মতো সি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে।

প্রথম দিনেই টেলি মেডিসিন সেবা নিয়েছেন সেন্ট মার্টিন কোনারপাড়ার বাসিন্দা সাদিয়া খাতুন, শামসুল ইসলাম, আকলিমা আক্তার প্রমুখ। তাঁরা ভিডিও কনফারেন্সে রংপুর ও ঢাকা মেডিকেল কলেজের জ্যেষ্ঠ চিকিৎসকদের থেকে চিকিৎসা নেন।

সাদিয়া খাতুন বলেন, ‘সেন্ট মার্টিন হাসপাতালে বসে ঢাকার বড় বড় চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পেরেছি। চিকিৎসাসেবা নিয়েছি। খুবই ভালো লাগছে।’

সেন্ট মার্টিন বিএন স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আয়াতুল্লাহ খোমেনি বলেন, ‘চালু করেই যেন দায়িত্ব শেষ না করে কর্তৃপক্ষের। আমরা চাই, সারা বছর টেলি মেডিসিন সেবা চালু থাকুক।’

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা