হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আরসা সদস্য গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ এক আরসা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এ তথ্য জানান। এর আগে গতকাল বুধবার রাতে কুতুপালং ২০ নম্বর ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আরসা সদস্যের নাম–মোহাম্মদ আবদুল্লাহ (৩০), তিনি রোহিঙ্গা শিবিরের ৩ নম্বর ক্যাম্পের ব্লক-ডি/ ৫১ এর মোদাচ্ছেরের ছেলে। 
 
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, পুলিশের কাছে খবর আসে আরসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহ ২০ নম্বর ক্যাম্পে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে কুতুপালংয়ের ইরানি পাহাড়ে অভিযান চালিয়ে ক্যাম্পের একটি শেড থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। 

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ক্যাম্পের কাঁটাতারের বাইরে লাল পাহাড়ের ঢালু স্থান থেকে দেশে তৈরি বড় একটি ওয়ান শুটার গান, দুইটি মাঝারি সাইজের ওয়ান শুটার গান, ২০ রাউন্ড রাইফেলের গুলি, একটি শটগানের কার্তুজ, ২০টি রাইফেলের গুলির খোসা ও পিস্তলের তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়। 

তার বিরুদ্ধে থানায় মোট ৮টি হত্যা মামলা, একটি অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

কক্সবাজারে পর্যটকের ভিড়, থার্টি ফার্স্ট নাইটে ৭ দফা বিধিনিষেধ পুলিশের

চকরিয়ায় যুবকের লাশ মিলল বিলে, হত্যার অভিযোগ পরিবারের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ