হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত নারীর নাম তাহেরা বেগম (৫৫)। তিনি ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান উত্তরপাড়া গ্রামের সোলতান আহমদের স্ত্রী। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। এলাকাটির পাশেই ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্য বন্য হাতির আবাসস্থল হিসেবে পরিচিত। সম্প্রতি বন্য হাতির বিচরণ বেড়ে গেছে। বনের পাশে বাস করা লোকজন নিয়ে এ বিষয়ে নিয়মিত সচেতনতামূলক সভা করা হয়।’

স্থানীয় লোকজন ও মৃত নারীর পরিবার জানায়, সোমবার রাতে  ফাঁসিয়াখালী রেঞ্জের সংরক্ষিত বনের অদূরে মালুমঘাট চা-বাগান উত্তরপাড়া গ্রামে বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তাহেরা বেগম। এ সময় দলছুট একটি বন্য হাতি এসে তাঁকে আক্রমণ করে শুঁড়ে তুলে আছাড় মেরে চলে যায়। খবর পেয়ে জমিরার পরিবার ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাতে লোহাগড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে ট্রেনের ধাক্কায় আহত হয় একটি বুনো হাতির বাচ্চা। পরে ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড