কক্সবাজার সমুদ্রসৈকতের ডায়াবেটিক পয়েন্ট এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অন্তত দুই দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের এই কর্মকর্ত জানান, সমুদ্রসৈকতের ডায়াবেটিক পয়েন্টে মরদেহটি ভেসে এসেছে। দুই দিন আগে তাঁর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
সেলিম উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের বিভিন্ন অংশ মাছ বা সামুদ্রিক প্রাণী খেয়েছে বলে মনে হচ্ছে। এতে কিছু ক্ষত চিহ্ন দেখা গেছে।