কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের কাছে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় একটি ট্রলার থেকে ১৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
জানা গেছে, গত বৃহস্পতিবার চট্টগ্রামের কালুরঘাট থেকে এমভি কমলা নামে ট্রলারে করে ১৯ জেলে সাগরে মাছ ধরতে যান। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বঙ্গোপসাগরে আটকা পড়েন তাঁরা। চার দিন ট্রলারটি গভীর সাগরে ভাসতে ভাসতে থাকে। পরে গতকাল দুপুরে তাঁদের মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। এরপর জেলেরা জাতীয় হেল্পলাইন-৯৯৯-এ কল করে সহযোগিতা চান। কল পাওয়ার পর কোস্টগার্ডের জাহাজ কুতুবদিয়া অঞ্চলে অনুসন্ধানে নামে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘গত বৃহস্পতিবার কালুরঘাট থেকে ১৯ জেলে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে রওনা হন। দুই দিন পর গত শনিবার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। গভীর সাগরে চার দিন ধরে ভাসতে ভাসতে গতকাল দুপুর দেড়টার দিকে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। পরে জেলেরা জাতীয় হেল্পলাইন-৯৯৯-এ কল করে সহযোগিতা চান।’
লেফটেন্যান্ট কমান্ডার আরও বলেন, কল পেয়ে কোস্টগার্ড জাহাজ কুতুবদিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদের নেতৃত্বে বিকেলে জেলেদের উদ্ধার করা হয়। এরপর তাঁদের খাবার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে পতেঙ্গা ঘাটে ট্রলারের মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।