হোম > সারা দেশ > কক্সবাজার

বঙ্গোপসাগরে আটকে পড়া ১৯ জেলে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের কাছে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় একটি ট্রলার থেকে ১৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। 

জানা গেছে, গত বৃহস্পতিবার চট্টগ্রামের কালুরঘাট থেকে এমভি কমলা নামে ট্রলারে করে ১৯ জেলে সাগরে মাছ ধরতে যান। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বঙ্গোপসাগরে আটকা পড়েন তাঁরা। চার দিন ট্রলারটি গভীর সাগরে ভাসতে ভাসতে থাকে। পরে গতকাল দুপুরে তাঁদের মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। এরপর জেলেরা জাতীয় হেল্পলাইন-৯৯৯-এ কল করে সহযোগিতা চান। কল পাওয়ার পর কোস্টগার্ডের জাহাজ কুতুবদিয়া অঞ্চলে অনুসন্ধানে নামে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘গত বৃহস্পতিবার কালুরঘাট থেকে ১৯ জেলে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে রওনা হন। দুই দিন পর গত শনিবার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। গভীর সাগরে চার দিন ধরে ভাসতে ভাসতে গতকাল দুপুর দেড়টার দিকে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। পরে জেলেরা জাতীয় হেল্পলাইন-৯৯৯-এ কল করে সহযোগিতা চান।’ 

লেফটেন্যান্ট কমান্ডার আরও বলেন, কল পেয়ে কোস্টগার্ড জাহাজ কুতুবদিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদের নেতৃত্বে বিকেলে জেলেদের উদ্ধার করা হয়। এরপর তাঁদের খাবার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে পতেঙ্গা ঘাটে ট্রলারের মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

চকরিয়ায় যুবকের লাশ মিলল বিলে, হত্যার অভিযোগ পরিবারের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত

কক্সবাজারে দুই যুবদল কর্মী গুলিবিদ্ধ: পর্যটক সেজে লামায় লুকিয়ে ছিলেন ৫ আসামি