হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে সাগরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারে বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে রাইয়ান নূর আবু সামি (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে সৈকতের কবিতা চত্বর পয়েন্টে এ ঘটনা ঘটেছে। সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।

সামি কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়া এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে। সে কক্সবাজার বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গনি জানান, আজ সকাল ৮টার দিকে ওই কিশোরসহ কয়েকজন ফুটবল খেলে সাগরে গোসল করতে নামে। একপর্যায়ে সামি সাগরে তলিয়ে যায়। স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিকে মৃত ঘোষণা করেন।

সামির বাবা মোহাম্মদ ইসমাইল বলেন, সকালে বাসায় কাউকে না জানিয়ে প্রতিবেশী বন্ধুদের সঙ্গে সমুদ্রসৈকতে ফুটবল খেলতে যায় সামি। খেলার একপর্যায়ে তারা সৈকতে কবিতা চত্বর পয়েন্টে গোসলে নামে। এতে স্রোতের টানে তিনজন ভেসে যেতে থাকে। এ সময় সেখানে থাকা অন্য বন্ধুরা এবং ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জেলেদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, কক্সবাজার সৈকতে ফুটবল খেলা নিষেধ থাকলেও অনেকে তা অমান্য করে খেলাধুলা করছে। এতে সৈকতের নজরদারি কম থাকা পয়েন্টে দুর্ঘটনা ঘটছে। মৃত শিক্ষার্থীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এখনো খোঁজ মেলেনি অরিত্রের:

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের সন্ধান এখনো মেলেনি। আজ বুধবার নবম দিনের মতো সমুদ্র উপকূলে জেলা প্রশাসনের উদ্যোগে অরিত্রের খোঁজে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।

তিনি বলেন, নিখোঁজ তিনজনের মধ্যে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার হলেও অরিত্রের খোঁজ মিলছে না। তাকে উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গত ৮ জুলাই সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় অরিত্র।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা