হোম > সারা দেশ > কক্সবাজার

অণ্ডকোষে গাছের ডালের আঘাত, রক্তক্ষরণে শ্রমিকের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় মাটির স্তূপে চাপা পড়েন মুসলিম উদ্দিন (২০) নামের এক শ্রমিক। এ সময় মাটির ভেতর থাকা গাছের ধারালো ডাল তাঁর অণ্ডকোষে ঢুকে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। 

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাশিম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আজ বিকেলে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। 

নিহত মুসলিম উদ্দিন উখিয়া উপজেলার পাইন্যাশিয়ার চাককাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি শামীম হোসেন জানান, মুসলিম উদ্দিনসহ কয়েকজন শ্রমিক ডাম্প ট্রাক নিয়ে পাহাড়ের মাটি কাটতে যায়। হঠাৎ মাটির স্তূপ মুসলিমের ওপর এসে পড়ে। এ সময় মাটির ভেতর থাকা গাছের ধারালো ডাল তাঁর অণ্ডকোষে ঢুকে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা মুসলিমকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১