আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
কক্সবাজারের মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরোয়ার আজমের জামিন আবেদন মঞ্জুর না করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ আদেশ দেন। কাজ না করে প্রকল্পের সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় এই আদেশ দেন আদালত।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, পৌর মেয়র থাকাকালে বাদশা মিয়া নামে এক ঠিকাদারকে কাজ না করেও সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতে সহযোগিতা করেন সারোয়ার আজম। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৭ সালে সরোয়ারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক।