কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় গুরা মিয়া (৪৫) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে মারা যান তিনি। এর আগে গতকাল শনিবার রাতে পেঠান আলী (৩৫) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়।
মৃত গুরা মিয়া উখিয়ার হলদিয়াপালংয়ের বাচা মিয়ার ছেলে। এ নিয়ে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, গতকাল রাতে মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার রূপপতি এলাকায় পানবোঝাই ট্রাক উল্টে যায়। এ ঘটনায় পান ব্যবসায়ী পেঠান আলী ঘটনাস্থলেই মারা যান। অপরজন গুরা মিয়া কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা গেছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গাজী সালাহ উদ্দিন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার রাতে কক্সবাজারগামী পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রূপপতি এলাকায় খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা পান ব্যবসায়ী ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় চালকসহ চারজন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়।