হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে ১ লাখ ইয়াবা ও গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ কোনা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ দুই নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোর রাতে শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া মণির আহমদের বসতঘর থেকে ইয়াবা ও গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকার শামসুল আলমের ছেলে মোহাম্মদ আলম (২৪) ও একই ইউনিয়নের কোনা পাড়া এলাকার মণির আহমদের মেয়ে তছলিমা আক্তার (২৪)। 

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, টেকনাফ থানার শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই মো. নূরে আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় একটি দল অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ কোনার পাড়া এলাকায় আলমের শ্বশুর ও তাসলিমা আক্তারের বাবা মণির আহমদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১ লাখ ইয়াবা এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন তিনজন মাদক কারবারি পালিয়ে যায়। 

আব্দুল আলীম আরও জানান, ওই ঘটনায় মোট ৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। গ্রেপ্তার দুই নারী-পুরুষকে আদালত হয়ে কারাগারে পাঠানো হয়েছে। 

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১