হোম > সারা দেশ > কক্সবাজার

মহেশখালীতে গভীর রাতে একজনকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালীতে আবুল হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ আবুল হোসেনকে হত্যা করো হয়েছে বলে তাঁর স্বজনদের অভিযোগ। তিনি কালারমারছড়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিবেশী মোহাম্মদ হোসেনের সঙ্গে আমাদের ৩০ একর জমি নিয়ে বিরোধ চলছে। প্রায় ১৬ বছর ধরে বিরোধপূর্ণ জমি মোহাম্মদ হোসেনের দখলে ছিল। কিছু দিন আগে সালিসের মাধ্যমে তিন একর জমি আমরা ফিরে পাই। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন আমার বাবাকে বাড়ির সামনে গুলি করে হত্যা করে।’

বদরখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক রাকিবুল হোছাইন জানান, গুলিবিদ্ধ আবুল হোসেনকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। গুলিতে তাঁর নাড়িভুঁড়ি বের হয়ে যায়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে আবুল হোসেনকে গুলি করে হত্যা করা হয়। হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১