হোম > সারা দেশ > কক্সবাজার

করোনার টিকা সংগ্রহ করে সরকার ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে: তথ্যমন্ত্রী

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার বিভিন্ন সূত্র থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহ করে জনগণের ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে। এটা হয়েছে প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণে।

তথ্যমন্ত্রী গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলোজিক্যাল সার্জনস (BAUS) আয়োজিত ১৬তম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা-পরবর্তী সময়কালের মধ্যে বর্তমান সময়ে দেশের স্বাস্থ্য খাত সব থেকে ভালো অবস্থানে আছে। দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে সরকারের গৃহীত স্বাস্থ্যসচেতনতা তৈরির নানা পদক্ষেপের মাধ্যমে।’ 

বাংলাদেশের চিকিৎসকেো অনেক মেধাবী, তাঁরা যেভাবে মাইন্ড অ্যাপ্লাই করতে পারেন, অন্য দেশের চিকিৎসকেরা পারেন না উল্লেখ করে ড. হাসান মাহমুদ বলেন, ‘চিকিৎসকেরা সচেষ্ট থাকলে বিদেশ থেকে এ দেশে চিকিৎসা নিতে আসবে মানুষ।’

বাউসের সভাপতি, অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. অধ্যাপক এ বি এম খোরশেদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এম ইকবাল আর্সনাল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহেতাশামুল হক চৌধুরী, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন, অধ্যাপক চয়েফ উদ্দীন আহমেদ। 

সম্মেলনে বক্তব্য রাখেন বাউসের মহাসচিব ডা. অধ্যাপক তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন দীপু, ইউরোলজি সোসাইটি ইন্ডিয়ার সভাপতি ডা. রাবিন্দ্র বালাচন্দ্র সাবনিস। 

 ‘কিডনি দান করুন, জীবন বাঁচান’—এই প্রতিপাদ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, আমেরিকার ১০ জনসহ ৩৪২ জন বিশেষজ্ঞ ইউরোলজি চিকিৎসক অংশ নিচ্ছেন। কিডনি চিকিৎসার আধুনিকায়ন, কিডনিদানে উৎসাহ ও সচেতনতা বাড়াতে আয়োজিত তিন দিনের এই বহুজাতিক সম্মেলন শেষ হবে ৭ মে।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে