হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে রোহিঙ্গা নেতাকে অপহরণ, ছেলে গুলিবিদ্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া শরণার্থীশিবিরের এক রোহিঙ্গা নেতাকে (মাঝি) মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় ১০-১২ রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তাঁরা। এই ঘটনায় অপহৃতের ছেলে গুলিবিদ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নয়াপাড়া ক্যাম্পের আর্মড ব্যাটালিয়ন পুলিশের (এপিবিএন) ইনচার্জ জাহিদুল ইসলাম। তিনি জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অপরাধীদের আটক করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে ও গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। আব্দুল্লাহ আহতের বিষয়টি জানালেও গুলির ঘটনা ঘটেনি বলেও জানান জাহিদুল।

অপহৃত ব্যক্তি হচ্ছেন নয়াপাড়া নিবন্ধিত শরণার্থীশিবিরের এইচ ব্লকের নেতা মো. সেলিম (৫৫)। তাঁর আহত ছেলের নাম-আব্দুল হাফেজ (১৬)।

স্থানীয় লোকজন ও এপিবিএন ইনচার্জ জাহিদুল জানান, গতকাল রাতে নিজের বাড়িতে ঘুমাচ্ছিলেন সেলিম। রাত ১ টারদিকে দরজা ভাঙার শব্দ শুনে উঠে বসার আগেই ১৫-২০ জনের দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে পাহাড়ের দিকে নিয়ে যায়। এ সময় ১০-১২ রাউন্ড গুলি ছুড়ে ক্যাম্প এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনায় অপহৃতের ছেলে আব্দুল হাফেজ গুলিবিদ্ধ হন। তাঁকে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে।

আব্দুল হাফেজ জানান, আজ বুধবার সকালে তাঁর বাবার মোবাইল ফোনের নম্বর থেকে কল করা হয়। মুক্তিপণের জন্য মোটা অঙ্কের টাকা জোগাড় করতে বলেছে দুর্বৃত্তরা। তবে টাকার অঙ্ক বলেনি। এ ছাড়া তিনি ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান।

এদিকে খবর পেয়ে নয়াপড়া ক্যাম্পের এপিবিএন পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে