হোম > সারা দেশ > কক্সবাজার

নবজাতকের দায়িত্ব নিলেন আব্দুর রহমান বদি দম্পতি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে একটি শিশুর জন্ম দিয়েছেন। কিন্তু শিশুটির দায়িত্ব নেওয়ার কেউ ছিল না। পিতৃপরিচয়হীন ওই নবজাতকের দায়িত্ব নিয়েছেন উখিয়া-টেকনাফের সাংসদ শাহীন আক্তার ও তাঁর স্বামী সাবেক সাংসদ আবদুর রহমান বদি।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী চিকিৎসাধীন। আজ সোমবার তাঁর সদ্যোজাত সন্তানকে লালনপালনের জন্য আবদুর রহমান বদি বাড়ি নিয়ে গেছেন বলে জানা গেছে।

জানা গেছে, গত শনিবার (২৪ অক্টোবর) সকালে বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীর প্রসববেদনা দেখে এলাকার দায়িত্বরত চৌকিদার শহিদ উল্লাহ টেকনাফ থানায় খবর দেন। এরপর থানা থেকে পাগল ও মানসিক রোগীদের নিয়ে কাজ করা মারোতের সহযোগিতায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় এই নারীকে। পরে বিকেলে সেখানে সন্তান প্রসব করান চিকিৎসকেরা। এখনো নারীটি চিকিৎসাধীন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, হাসপাতালের চিকিৎসক এবং কর্তব্যরত নার্সের সহযোগিতায় সন্তান প্রসবের কাজ সম্পন্ন করা হয়। মানসিক রোগী ও কন্যাশিশুটি বর্তমানে টেকনাফ হাসপাতালে চিকিৎসাধীন। মা ও কন্যাশিশুটি সুস্থ আছে বলে জানিয়ে বলেন, কন্যাশিশুটিকে লালনপালনের জন্য সাবেক সাংসদ আবদুর রহমান বদি বাড়িতে নিয়ে যান। 

ওই মানসিক ভারসাম্যহীন নারীটি উপকূলের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের শীলখালী এলাকায় সব সময় ঘুরে বেড়াতেন। এর মধ্যে গর্ভবতী হয়ে পড়েন তিনি। মানসিক রোগী থেকে সন্তানপ্রসবের খবর ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সচেতন মহলের মাঝে হতাশার অবতারণা হয়। এ ছাড়া সদ্যোজাত শিশুটিকে আবদুর রহমান বদির তত্ত্বাবধানে নিয়ে যাওয়ায় অনেকে সাধুবাদ জানান। 

আবদুর রহমান বদি জানান, ‘আমরা স্বামী-স্ত্রী অভিভাবকহীন শিশুটিকে লালনপালনের জন্য নিয়ে আসি। আমাদের কাছে নিজের মেয়ের মতো পালিত হবে এই শিশু।’ 

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক