হোম > সারা দেশ > কক্সবাজার

মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২

কক্সবাজার প্রতিনিধি

মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলিসহ দুজন আটক। ছবি: সংগৃহীত

৫ আগস্ট কক্সবাজারের মহেশখালীতে পুলিশের লুট হওয়া অস্ত্র–গুলিসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে দেশি–বিদেশি দুইটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকার একটি টিনের ঘরে ৪ থেকে ৫ জন কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করার খবর পেয়ে অভিযানে যায় যৌথ অভিযান।

এ সময় অভিযান টের পেয়ে অস্ত্রধারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে জিয়া বাহিনীর প্রধান মো. জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মো. মহিউদ্দিনকে (৩৮) আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ৫ আগস্ট পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড গুলি ও একটি দা জব্দ করা হয় বলে জানান এ কর্মকর্তা।

তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে জিয়াউর রহমান জিয়া এবং মহিউদ্দিনকে আটকের পর কালারমারছড়ার স্থানীয় লোকজন তাদের মুক্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। পরে আইন-শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরিবেশ-প্রতিবেশ রক্ষা: পলিথিন-প্লাস্টিকের বিস্তার থামেনি সেন্ট মার্টিনে

কক্সবাজারে ছাত্রদল নেতার মাকে পিটিয়ে হত্যা

বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম সাইফুল ইসলাম

টেকনাফ থেকে বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন ৩৫ সাঁতারু

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসী-মানব পাচারকারী চক্রের গোলাগুলি, তরুণী নিহত

টেকনাফে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড